বাঙলা কলেজে গণতান্ত্রিক ছাত্রসংসদের পরিচিতি ও মতবিনিময় সভা
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, সরকারি বাঙলা কলেজ সংসদের নবগঠিত কমিটির উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের প্রত্যাশা ও পরিচিতি পর্বভিত্তিক এক মতবিনিময় সভা।
বুধবার (২৫ জুন) দুপুর ২টায় আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল মাশনুন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের সংসদের যুগ্ম সদস্যসচিব মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় প্রতিনিধি জাহেদ হাসান ফরহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙলা কলেজ সংসদের আহ্বায়ক আশরাফুল ইসলাম রাব্বি এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শাওন আহমেদ সৈকত।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ নিজেদের পরিচয় উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদের শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও অধিকারভিত্তিক বিভিন্ন প্রত্যাশা ও সমস্যাবলি তুলে ধরেন। বক্তারা বলেন, আমরা এমন একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ নেতৃত্বের ধারায় বিশ্বাস করি, যেখানে ছাত্রস্বার্থই হবে মুখ্য।
প্রধান অতিথির বক্তব্যে আল মাশনুন বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সব সময় ছাত্রস্বার্থ ও প্রগতিশীল চিন্তার রাজনীতিতে বিশ্বাসী। বাঙলা কলেজ সংসদের এই নবীন নেতৃত্ব ভবিষ্যতের শিক্ষাবান্ধব ও ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ হয়ে উঠবে- এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথি মাহফুজুর রহমান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। তাই নৈতিকতা, শৃঙ্খলা এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এখান থেকেই শুরু হওয়া উচিত।
মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা সরাসরি তাদের মতামত, অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। কমিটির পক্ষ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগের রূপরেখা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বর্ষ ও বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সরব অংশগ্রহণ ও প্রাণবন্ত পরিবেশ অনুষ্ঠানটিকে আরো অর্থবহ করে তোলে।
পরিশেষে, অংশগ্রহণকারী অতিথি, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত