নিশাঙ্কা-চান্দিমাল জুটিতে দাপুটে লিড, দ্বিতীয় দিন শ্রীলঙ্কার

| আপডেট :  ২৬ জুন ২০২৫, ০৬:৩৮  | প্রকাশিত :  ২৬ জুন ২০২৫, ০৬:৩৮

কলম্বোয় দ্বিতীয় টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটিও হতাশার সুরে কাটলো বাংলাদেশের । প্রথম ইনিংসে শেষ ২ উইকেটে মাত্র ২৭ রান যোগ করেই গুটিয়ে যায় সফরকারীরা। এরপর স্বাগতিক শ্রীলঙ্কা ব্যাট হাতে নিয়ন্ত্রণ নেয় পুরো ম্যাচের। পাথুম নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরি ও দিনেশ চান্দিমালের অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে ভর করে ২৯০ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা, তাতে ৪৩ রানের লিডও পেয়ে গেছে তারা।

উদ্বোধনী জুটিতেই লাহিরু উদারাকে নিয়ে ৮৮ রান যোগ করেন নিশাঙ্কা। সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম, এলবিডব্লিউ করেন উদারাকে (৪০)। তবে এরপর চিত্রনাট্য পুরোপুরি বদলে দেন নিশাঙ্কা ও চান্দিমাল। দ্বিতীয় উইকেট জুটিতে তারা গড়েন ১৯৪ রানের বিশাল পার্টনারশিপ, যেখানে দুজনই ছিলেন আত্মবিশ্বাসী, ধৈর্যশীল এবং ইতিবাচক।

নিশাঙ্কা দিন শেষ করেন ১৪৬ রানে অপরাজিত থেকে, ২৩৮ বলের ইনিংসে ছিল ১৮টি চারের মার। টেস্ট সিরিজে এটি তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। চান্দিমালও বেশ দূর এগিয়ে গিয়েছিলেন সেঞ্চুরির পথে, তবে দিনের একেবারে শেষ দিকে রিভার্স সুইপ করতে গিয়ে ৯৩ রানে ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে।

বাংলাদেশের হয়ে উইকেট পেয়েছেন কেবল তাইজুল ইসলাম ও নাঈম হাসান। স্পিন অ্যাটাক ঘূর্ণি জাগাতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে দিনের দ্বিতীয়ার্ধে পিচ কিছুটা সহজ হলে শ্রীলঙ্কার ব্যাটাররা ছিলেন পুরোপুরি নিয়ন্ত্রণে।

এর আগে সকালে ২২০/৮ থেকে ব্যাট করতে নামে বাংলাদেশ। শেষ দুই উইকেট যোগ করতে পেরেছে মাত্র ২৭ রান। সোনাল দিনুশা, অসিথা ফার্নান্ডো ও বিশ্ব ফার্নান্ডোর দুর্দান্ত বোলিংয়ে অলআউট হয়ে যায় বাংলাদেশ ২৪৭ রানে।

শেষ দিনের আলো কমে আসার আগে ৭৮ ওভারে ২৯০ রানে দ্বিতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা, ৮ উইকেট হাতে রেখেই ৪৩ রানের লিডে এগিয়ে যায় স্বাগতিকরা।

সিরিজে সমতায় ফিরতে হলে বাংলাদেশকে তৃতীয় দিনে বল হাতে ঘুরে দাঁড়াতে হবে—নাহলে ফল নির্ধারণের পথ বেশ আগেই ঠিক করে ফেলবে শ্রীলঙ্কা।

স্কোর সংক্ষেপ:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭/১০ (সাদমান ৪৬, মুশফিক ৩৫; দিনুশা ৩/২২, অসিথা ৩/৫১)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৯০/২ (নিশাঙ্কা ১৪৬*, চান্দিমাল ৯৩; তাইজুল ১/৯০, নাইম ১/৪৫)
লিড: শ্রীলঙ্কা এগিয়ে ৪৩ রানে
তৃতীয় দিনের খেলা শুরু হবে বৃহস্পতিবার সকাল ১০:২৩টায় (বাংলাদেশ সময়)।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত