‘অযোগ্য নেতৃত্বে দায়িত্বশীলতা আশা করা বোকামি’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। জবি শিবির সভাপতি-সেক্রটারিকে ‘ছাত্রলীগ’ বলায় বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি প্রতিবাদ জানান।
পোস্টে তিনি বলেন, ‘একটা বৃহৎ, ত্যাগী ও আদর্শভিত্তিক ছাত্রসংগঠনের নেতৃত্ব থেকে ছাত্রসমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয়, তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি—আজ আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে তা প্রমাণ করেছেন।’
এর আগে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ছাত্রদলের মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির ছাত্রলীগ করার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি পর্যন্ত এক সময় ছাত্রলীগের কমিটিতে ছিল। এখন ছাত্রশিবির যেন ছাত্রলীগ পুনর্বাসন প্রকল্পে পরিণত হয়েছে।’
এই বক্তব্যের প্রতিবাদে আসাদুল ইসলাম তার ফেসবুক পোস্টে কড়া ভাষায় বলেন, ‘আপনার মন চাইল অমনি আমাকে ছাত্রলীগ বলে দিলেন? এতটা নিচে কীভাবে নামা যায় আমার জানা নেই। আপনার এই ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্পষ্ট করে বলছি, এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করুন।’
তিনি আরও লেখেন, ‘নিজের দল ও আদর্শ নিয়ে বলার সামর্থ্য না থাকলে অন্তত চুপ থাকুন। জুলাই বিপ্লবোত্তর ছাত্রসমাজ আপনার এই ঘৃণ্য ও বেপরোয়া বক্তব্য কখনোই মেনে নেবে না। দয়া করে একটি ডানপন্থি, আদর্শবাদী সংগঠনকে এভাবে বিনষ্ট করবেন না।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত