ফের পেছাল জাকসু নির্বাচন, নতুন তারিখ ঘোষণা

| আপডেট :  ২৭ জুন ২০২৫, ১২:১২  | প্রকাশিত :  ২৭ জুন ২০২৫, ১২:১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ আবারও পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের নতুন তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা থেকে শুরু হওয়া দীর্ঘ ১০ ঘণ্টার মিটিং শেষে এই তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

এসময় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জাবি শিক্ষার্থীদের ওপর হামলায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত শিক্ষক-শিক্ষার্থীদের বিচার সম্পন্ন করার পর জাকসু নির্বাচন হবে বলে জানান উপাচার্য। তবে এত দিনেও বিচারকাজ শেষ না করতে পারায় শিক্ষার্থীরা প্রশাসনকে অভিযুক্ত করেন। একপর্যায়ে উপাচার্য বিচারকাজ সম্পন্ন করার জন্য পুনরায় সময় চান। এরপর উপস্থিত প্রশাসনের সবার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা শেষে উপাচার্য বিচার ও জাকসু নির্বাচনের নতুন রোডম্যাপ ঘোষণা করেন।

নতুন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে, একই দিনে জাকসুর তপশিল ঘোষিত হবে।

৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে এবং আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নতুন করে তারিখ ঘোষণায় অকার্যকর হয়েছে আগের নির্বাচন কমিশন। নতুন করে নির্বাচন কমিশন গঠন করে পুনরায় তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত