শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন আইজিপি

| আপডেট :  ২৬ অক্টোবর ২০২৪, ০২:৪২  | প্রকাশিত :  ২৬ অক্টোবর ২০২৪, ০২:৪২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। 

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন। পরে দোয়া ও মোনাজাত শেষে আবু সাঈদের বাবা-মাসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মজিদ, পুলিশ সুপার শরীফ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, রাকিব হাসান, তরিকুল ইসলাম, সদর থানার ওসি এম এ ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
জানা গেছে, আইজিপি ময়নুল ইসলাম রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন কর্মসূচী উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নিবেন।
 
উল্লেখ্য, গত ১৬ জুলাই রংপুরের পার্কের মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের ছাত্র আবু সাঈদ নিহত হন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত