আবাসন বৃত্তির দাবি ঢাবি ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রতিটি হলে আবেদনকারী শিক্ষার্থীদের সিট নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ দাবি জানিয়েছেন।
তারা বলেন, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ঢাবির ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি নির্যাতনমূলক অপরাজনৈতিক বাস্তবতা ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা এসব চর্চা চায় না। সেই প্রেক্ষাপটে হল প্রশাসনকে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে।
তারা আরও বলেন, জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে ছাত্রদল বিশ্বাস করে মুক্ত, মেধাবান ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে। সে লক্ষ্যে আবাসন সংকট নিরসন জরুরি। গণরুম-গেস্টরুম সংস্কৃতির পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।
বিবৃতিতে হল প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। ঢাবি ছাত্রদল জানায়, আবাসন সংকটে শিক্ষার্থীদের পাশে থাকতে তাদের নেতাকর্মীরা সর্বোচ্চ সচেতন ও সক্রিয় থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত