সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি

| আপডেট :  ০১ জুলাই ২০২৫, ০৯:৫২  | প্রকাশিত :  ০১ জুলাই ২০২৫, ০৯:৫২

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে সাবেক দুই মন্ত্রীর ছেলেবোন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারও রয়েছেন। 

সোমবার (৩০ জুন) উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মঙ্গলবার (০১ জুলাই) সিদ্ধান্তের বিষয়টি জানাজানি হয়।

আদেশে লেখা হয়, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত চতুর্থ সিন্ডিকেট সভায় অনুমোদিত কর্মকর্তার নিয়োগ ও পদোন্নতি সংবিধি ২০২২-এর ধারা ১৪-এর ২৪ উপধারা অনুযায়ী চাকরি থেকে অব্যাহত দেওয়া হলো।

অব্যাহতিপ্রাপ্ত পাঁচজন হলেন— সাবেক মন্ত্রী আফছারুল আমীনের ছেলে সহকারী রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বোন উপকলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা,  নোয়াখালীর পৌরসভার সাবেক মেয়র সহিদ উল্লাহ খানের বোন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরীন।

অপর দুইজন হলেন- সহকারী রেজিস্ট্রার এ এম শাহাদাত হোসাইন ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবু মোহাম্মদ মাসুদ। এরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। 

অব্যাহতিপ্রাপ্ত ডা. মাহিদ বিন আমীন জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার চিঠি পেয়েছেন। এ বিষয়ে করণীয় কি তা ভেবে দেখছেন।

তবে এ বিষয়ে জানতে উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত