নির্বাচন নিয়ে টালবাহানার জবাব রাজপথে দেওয়া হবে : মুরাদ

| আপডেট :  ০৫ জুলাই ২০২৫, ১০:১৮  | প্রকাশিত :  ০৫ জুলাই ২০২৫, ১০:১৮

জাতীয় নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে কয়েকটি দলের বক্তব্যে ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের জবাব রাজপথে দেওয়া হবে।

শনিবার (৫ জুলাই) ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ও সুতিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আলাদা মতবিনিময় সভায় তিনি এসব বলেন। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের এ সভা অনুষ্ঠিত হয় স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। 

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, জনগণ গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দমতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। যে নির্বাচনের জন্যই এত লড়াই, সংগ্রাম, মামলা-হামলা, এত গুম-খুন এখন সেই নির্বাচন নিয়ে টালবাহান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, গুম,খুন, নির্যাতন ও ভোটাধিকার হরণের জন্য আওয়ামী লীগকে জনগণ আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের এই কথা মনে রাখা উচিত, বেশি খেলা ভালো না। 

সুয়াপুরের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খান। আর সুতিপাড়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় নেতা রমিজুর রহমান চৌধুরী রুমা। বক্তব্য দেন আবু তাহের মুকুট, লোকমান দেওয়ান, খন্দকার আইয়ুব, ওবায়দুল হক আলাল, আনসার আলী, খলিলুর রহমান, আবুল কালাম আজাদ, শহীদুর রহমান শহীদ, ইবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম মনির প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত