তপশিল ঘোষণার পর জোট বিষয়ে সিদ্ধান্ত হবে : ফারুক
তপশিল ঘোষণার পর সংসদ নির্বাচনে জোট বিষয়ে সিদ্ধান্ত নেবে গণঅধিকার পরিষদ বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।
শনিবার (৫ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুরের চাঁপধা বাজারে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় ফারুক হাসান বলেন, জোট মহাজোট নিয়ে আলোচনা চলছে। এখনো বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল আনুষ্ঠানিক ঘোষণা করেনি কে কার সঙ্গে জোটবদ্ধ হবে। তপশিল ঘোষণার পর আমাদের দলীয় ফোরামে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমরা জোটে যাব, নাকি গণঅধিকার পরিষদের নেতৃত্বে কোনো জোট হবে।
তিনি আরও বলেন, বিগত তিনটি সংসদ নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনে মানুষ খুন হয়েছে, ভোটকেন্দ্র দখল হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। এ জন্য আমরা বলি, প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচনের সময়ে সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রুপম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নীল, হরিপুর গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কেরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হযরত যায়েদ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত