রথযাত্রা উৎসব মিলনমেলায় পরিণত হয় : ইসকন বাংলাদেশ
বাংলাদেশের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় রথযাত্রা উৎসব এক অনন্য, ভক্তিময় ও নিরাপদ মিলনমেলায় পরিণত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশ।
সংগঠনটি বলেছে, ইসকন বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই রথযাত্রা ও উল্টো রথযাত্রার মতো ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলো আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।
রোববার (৬ জুলাই) দুপুরে ইসকন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এই বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণী ও সুদর্শন মহারাজের পবিত্র রথযাত্রা-২০২৫ উপলক্ষে ইসকন বাংলাদেশ গভীর আনন্দ, তৃপ্তি ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছে যে, এ বছরের রথযাত্রা ও উল্টো রথযাত্রাসহ সংশ্লিষ্ট ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, এই মহান ঐতিহ্যবাহী উৎসবের সফল আয়োজনে যারা নিরলস পরিশ্রম, আন্তরিক সহযোগিতা ও শুভকামনা প্রদান করেছেন, তাদের সবাইকে জানাই হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা। বিশেষভাবে ধন্যবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার প্রেস উইংসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ প্রশাসন, পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী, বিদ্যুৎ, স্বাস্থ্য, যোগাযোগ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগসহ উৎসবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সব সরকারি ও বেসরকারি সংস্থাকে।
এ ছাড়া আমরা কৃতজ্ঞতা জানাই দেশ-বিদেশের সংবাদমাধ্যম, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, হাজার হাজার নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক এবং সর্বোপরি বাংলাদেশের সাধারণ জনগণকে, যাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এ উৎসব পরিণত হয়েছে এক অনন্য, ভক্তিময় ও নিরাপদ মিলনমেলায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসকন বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই রথযাত্রা ও উল্টো রথযাত্রার মতো ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলো আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। আমরা প্রার্থনা করি, পরম কৃপাময় শ্রীশ্রী জগন্নাথদেব সবার জীবনে অনন্ত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বর্ষণ করুন। বাংলাদেশ হোক উন্নত, উদার ও ঐক্যবদ্ধ—এই আমাদের আন্তরিক কামনা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত