শহীদদের সন্তানদের প্রাধান্য দিচ্ছে সরকার : শারমিন মুরশীদ

| আপডেট :  ০৬ জুলাই ২০২৫, ০৫:৪১  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২৫, ০৫:৪১

গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান ও তাদের পরিবারকে প্রাধান্য দিচ্ছে সরকার উল্লেখ করে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেছেন, আমরা আমাদের শহীদ মেয়েদের হারিয়ে যেতে দেব না। কারণ মেয়েদের অনেক বীরত্ব আছে কিন্তু সেগুলো সেভাবে সামনে আসে না। তাই আমি মনে করছি এটা বাঁচিয়ে রাখা আমার দায়িত্ব।

রোববার (০৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা এলাকায় গণঅভ্যুত্থানে শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ সুমাইয়ার একটা বাচ্চা আছে, সুমাইয়ার মা তার দায়িত্ব নিয়েছেন। এ বাচ্চার লেখাপড়ার পাশাপাশি তার ভবিষ্যৎ যেন নিরাপদে থাকে আমার জায়গা থেকে এটাই চাওয়া। শহীদ পরিবারের ভাতাকে কেন্দ্র করে অনেক জটিলতা আছে, সে জটিলতাগুলো আমরা নজরে নিচ্ছি। এটা নিয়ে সরকারের পরিষ্কার একটা ভাবনা আছে। শিশুকে যারা যত্ন দিয়ে বড় করবে তার বিষয়ও আমরা মাথায় রাখতে চাই। এ নীতিমালা নিয়ে আমাদের প্রশাসন ন্যায্যভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় জানতে চাইলে সুমাইয়ার ভগ্নিপতি বিল্লাল হোসেন বলেন, এ পর্যন্ত সুমাইয়ার নামে যে অনুদান সরকার দিয়েছে, তা আমরা ঠিকঠাক মতো পেয়েছি কিনা ও মামলার অগ্রগতি সম্পর্কে উপদেষ্টা কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের জন্য সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছিল এবং আরও ১০ লাখ টাকা দেওয়া হবে। মূলত খোঁজখবর নেওয়ার জন্যেই উপদেষ্টা এসেছেন।

সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত