শেষ ওয়ানডের আগে শঙ্কায় শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় এনে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ- প্রথমবার লঙ্কান মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই শঙ্কা দেখা দিয়েছে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে।
গতকাল পাল্লেকেলেতে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান শান্ত। বাউন্ডারিতে ডাইভ দিতে গিয়ে বাঁ পায়ের কোয়াড্রিসেপস মাংসপেশিতে আঘাত পান তিনি। এরপর আর মাঠে নামা হয়নি তার, তখন থেকেই বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা চলছে। বর্তমানে তিনি বিশ্রামে আছেন এবং আগামী ২৪ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। এরপর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে এক্সরে করানো হতে পারে। তারই ওপর নির্ভর করবে শেষ ওয়ানডেতে তার খেলা হবে কি না।
ব্যাট হাতেও গতকাল শান্ত ছিলেন সুবিধার বাইরে। ওপেনার তানজিদ তামিম দ্রুত ফিরে যাওয়ার পর শান্ত চেষ্টা করেন ইনিংস মেরামতের। পারভেজ হোসেন ইমনের সঙ্গে গড়েন ছোট একটি জুটি, কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১৯ বলে করেন মাত্র ১৪ রান। চারিথ আসালাঙ্কার বলে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।
প্রথম ওয়ানডেতেও একই চিত্র- আশা জাগিয়েও শেষ পর্যন্ত রানআউট হয়ে ফিরেছিলেন। দুই ম্যাচ মিলিয়ে শান্তকে নিয়ে প্রশ্ন থাকছেই, এবার যোগ হলো চোটের চিন্তা।
আগামী ৮ জুলাই পাল্লেকেলেতেই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। বর্তমানে সিরিজ ১-১ সমতায়, ফলে সেটিই হয়ে উঠবে ফাইনালের মতো ম্যাচ। এমন অবস্থায় শান্ত যদি শেষ ম্যাচে খেলতে না পারেন, তাহলে দল গঠনে বড় সমন্বয়ের প্রয়োজন হতে পারে মেহেদী হাসান মিরাজের দলের।
টাইগারদের স্বপ্ন এখন লঙ্কান মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়। কিন্তু সেই স্বপ্ন পূরণে শান্তর অনুপস্থিতি কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত