ভয়াবহ চোটে কতদিনের জন্য মাঠের বাইরে মুসিয়ালা?

| আপডেট :  ০৬ জুলাই ২০২৫, ০২:২২  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২৫, ০২:২২

বায়ার্ন মিউনিখ ও জার্মান ফুটবলের জন্য দুঃসংবাদ—ফিফা ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়েছেন তরুণ তারকা জামাল মুসিয়ালা। বাঁ পায়ের গোড়ালিতে ভাঙা হাড় ও বেশ কয়েকটি লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অন্তত চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে প্রথমার্ধের শেষদিকে এক বল দখলের লড়াইয়ে জড়িয়ে পড়েন মুসিয়ালা ও পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। সেই সংঘর্ষে গোড়ালির নিচে আটকে যায় মুসিয়ালার পা, আর মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

২২ বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার চোট কাটিয়ে এপ্রিলের পর এ ম্যাচেই প্রথমবার একাদশে ফিরেছিলেন। কিন্তু মাঠে ফিরে বেশিক্ষণ থাকা হলো না—তৎক্ষণাৎ হাসপাতালে নেওয়া হয় তাকে, যেখানে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হয় গোড়ালির ফিবুলা হাড় ভেঙে গেছে এবং একাধিক লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

জার্মান গণমাধ্যম বিল্ড জানিয়েছে, পুরোপুরি সেরে উঠতে মুসিয়ালার সময় লাগতে পারে চার থেকে পাঁচ মাস। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ক্রিস্টোফ ফ্রয়েন্ড ডাজনকে বলেন, ‘দুঃখজনকভাবে বিষয়টি ভালো দেখাচ্ছে না। আমরা আশাবাদী ছিলাম, তবে এখন স্পষ্ট যে তাকে অনেক দিন পাচ্ছি না।’

ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই পরিস্থিতি দেখলে রক্ত গরম হয়ে যায়। মুসিয়ালা আমাদের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে ছিল। আশা করছি সে আবার ঘুরে দাঁড়াবে।’

মুসিয়ালার ইনজুরি এমন সময় এলো, যখন তিনি সদ্য ক্লাবের ১০ নম্বর জার্সি পেয়েছেন, বিদায়ী সতীর্থ লেরয় সানের উত্তরসূরি হিসেবে। বায়ার্ন পিএসজির কাছে ২-০ গোলে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, আর সামনে ২০২৫-২৬ মৌসুম শুরুর আগে তাদের অপেক্ষা করছে সংক্ষিপ্ত একটি বিরতি।

তবে মুসিয়ালার চোট যে বায়ার্নের জন্য একটি বড় ধাক্কা, তাতে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয়, সুপারস্টার এই তরুণ কীভাবে কাটিয়ে ওঠেন আরেকটি কঠিন ইনজুরির ধাক্কা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত