গাজায় ৫ সেনা নিহত, ইসরায়েলকে আরও কঠোর হুঁশিয়ারি

| আপডেট :  ০৮ জুলাই ২০২৫, ০৬:২৯  | প্রকাশিত :  ০৮ জুলাই ২০২৫, ০৬:২৯

ইসরায়েলকে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আলকাসেম ব্রিগেড। পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলের ৫ সেনা নিহতের পর দেশটিকে এ হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। 

মঙ্গলবার (০৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন, ইসরায়েল মনে করেছিল এলাকাটি নিরাপদ, কিন্তু আমাদের যোদ্ধারা সেখানেই আরেকটি আঘাত হেনেছে। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গাজাজুড়ে চলমান লড়াই ইসরায়েলি বাহিনীর ওপর প্রতিদিনই ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনোভাবে তারা সম্প্রতি কয়েকজন সৈন্যকে আমাদের হাত থেকে উদ্ধার করেও থাকে, ভবিষ্যতে তারা ব্যর্থ হবে এবং আমরা নতুন বন্দি পাব।

মুখপাত্র বলেন, গাজার ভবিষ্যৎ বাইরে থেকে চাপিয়ে দেওয়া যাবে না। গাজার সাহসী প্রতিরোধ যোদ্ধা ও জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে আবু ওবাইদা বলেন, গাজায় বাহিনী রেখে যাওয়া নেতানিয়াহুর সবচেয়ে বড় মূর্খ সিদ্ধান্ত হবে।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় ৫ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহত দুই সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে।

দুজন সেনা হলেন—স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনই জেরুজালেমের বাসিন্দা।

তারা দুজনই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অন্য সৈন্যদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সৈন্যরা হেঁটে অভিযান করছিলেন, কোনো গাড়িতে ছিলেন না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত