টঙ্গীতে বিটিসিএলের গুদামের ছাদ ধসে যুবকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিত্যক্ত গুদামের ছাদ ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
শনিবার (২৬ অক্টোবর) রাতে টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আমিন (২২)। তিনি টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায় বাস করতেন।
স্থানীয় বলেন, টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। গত কয়েক মাস ধরে ওই গুদামে থাকা মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিটিসিএলের গুদামের পাশে কয়েকজনকে দেখা যায়। কিছুক্ষণ পর গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়ে। এর নিচে চাপা পড়েন আমিন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। এ ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন।
টঙ্গী ফায়ার সার্ভিস জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে দুটি ইউনিটের উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার শেষে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমদ বলেন, ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। মরদেহটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত