মোদির পা ছুঁতে গেলেন মিঠুন, অতঃপর যা ঘটল

| আপডেট :  ১৯ জুলাই ২০২৫, ১১:০৭  | প্রকাশিত :  ১৯ জুলাই ২০২৫, ১১:০৭

ভারতের দুর্গাপুরে রাজনৈতিক সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে সময় বড় বড় নেতাদের পাশাপাশি তার সঙ্গে যান বিজেপি নেতা ও ওপার বাংলার জনপ্রিয় প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। সে সময় মোদি তার বক্তব্য শেষ করে নিজে থেকেই মিঠুনের দিকে এগিয়ে যান। হাসিমুখে দু’জনে হাত মেলান। এরপর মিঠুনকে বিদায় জানিয়ে প্রধানমন্ত্রী যখন অন্য দিকে পা বাড়াবেন ঠিক সেই মুহূর্তেই আচমকাই ঘটে গেল এক ঘটনা অপ্রত্যাশিত এক ঘটনা। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মিঠুন আচমকাই মোদির পা ছুঁয়ে প্রণাম করতে এগিয়ে যান। কিন্তু সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রেখে বাধা দিলেন। হাতের ইশারায় বুঝিয়ে দিলেন, তিনি এটা চান না। বরং পরম স্নেহে মিঠুনকে বুকে জড়িয়ে ধরলেন। এই সৌজন্যে মুগ্ধ হয়ে গেছেন অনেকেই।

এদিকে মিঠুন চক্রবর্তীর বয়স মোদির থেকে কয়েক মাস বেশি। দুজনেরই জন্ম ১৯৫০ সালে, তবে মিঠুনের জন্ম জুনে, আর মোদির সেপ্টেম্বরে। বয়সে ছোট প্রধানমন্ত্রীর প্রতি এমন শ্রদ্ধা দেখানো কি নিছক সম্মান, না কি রাজনৈতিক সৌজন্যতা নিয়েও শুরু হয়েছে আলোচনা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত