গুরুতর আহত শাহরুখ, বন্ধ হলো সিনেমার শুটিং

| আপডেট :  ১৯ জুলাই ২০২৫, ০৩:৪৫  | প্রকাশিত :  ১৯ জুলাই ২০২৫, ০৩:৪৫

গুরুতর আহত বলিউড কিং শাহরুখ খান। মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের বাদশাহ। গত বেশ কয়েক মাস ধরেই দফায় দফায় লন্ডনে শুটিং চলছে। এর মাঝেই, পেশিতে চোট পেয়েছেন অভিনেতা। পরিস্থিতি খারাপ হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমার শুটিং। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে। প্রাথমিকভাবে চিকিৎসকের পরামর্শ টানা একমাস বিশ্রামে থাকতে হবে বলিউড বাদশাকে। তার শারীরিক অবস্থা অনুযায়ী সিনেমার শিডিউল ঠিক করা হবে। আর সাময়িকভাবে সিনেমার শুটিং বন্ধ করা হয়েছে।

চলতি বছরের জুলাই আগস্ট শুটিং বন্ধ রাখার কথা ভাবছে ‘কিং’ প্রোডাকশন হাউস। আর সেপেটস্বর অথবা অক্টোবর মাস থেকে আবারও শুটিং শুরু করার পরিকল্পনা করছে সংশ্লিষ্ট টিম। তবে পুরোটা নির্ভর করছে বলিউড বাদশাহর শারীরিক অবস্থার ওপর।

আসন্ন এই সিনেমায় শাহরুখ খান, সুহানা খান ছাড়া আরও রয়েছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জী প্রমুখ। ছবিটি  ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে মুক্তি পাবে বলে আশা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত