জাপানি অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার

| আপডেট :  ১৯ জুলাই ২০২৫, ০৮:২১  | প্রকাশিত :  ১৯ জুলাই ২০২৫, ০৮:২১

জাপানের জনপ্রিয় অভিনেত্রী নাগিকো তোনোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে তারা জানান, কয়েক দিন আগে টোকিওর তোশিমা ওয়ার্ডে নিজ অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তোনোর বয়স ছিল ৪৫ বছর।

পুলিশ জানিয়েছে, গত ৩ জুলাই টোকিওর অ্যাপার্টমেন্ট থেকেই ওই মরদেহ উদ্ধার করা হয়। ডিএনএ পরীক্ষার পর ১৭ জুলাই নিশ্চিত হওয়া যায় যে, মৃতদেহটি নাগিকো তোনোর। অ্যাপার্টমেন্টের ভেতরে কোনো ভাঙচুর বা বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তাই পুলিশ ধারণা করছে ঘটনায় কোনো অপরাধ জড়িত নেই। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো অজানা।

শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা তোনো ১৯৯৯ সালে এনএইচকের জনপ্রিয় নাটক ‘সুজুরান’-এ নায়িকা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এরপর তিনি দুই ঘণ্টার নাটক, বিনোদনমূলক অনুষ্ঠান, সিনেমা ও মঞ্চনাটকে নিয়মিত কাজ করেছেন।

নাগিকো তোনোর অকাল মৃত্যুতে জাপানি বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত