বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মোস্তাফিজ

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৭  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২৪, ০৭:৫৭

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়টির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক। আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

রোববার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম।

সরকার পতনের পর গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া পদত্যাগ করেন। এতে প্রশাসনিক শূন্যতার সৃষ্টি হয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ৪ সেপ্টেম্বর ড. মোস্তাফিজুর রহমানকে বিশ্ববিদ্যালয় পরিচালনার সাময়িক দায়িত্ব দেওয়া হয়। এবার তিনি পূর্ণকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত