নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আজহারুল গ্রেপ্তার

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২৪, ১০:৩৭  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২৪, ১০:৩৭

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক আজহারুল হক ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৭ অক্টোবর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, আজহারুল হকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থী ওমর ফারুক হত্যার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। 

সূত্রাপুর থানা সূত্রে জানা গেছে, ওই দুই শিক্ষার্থী হত্যা মামলার তদন্তে গ্রেপ্তার আজহারুলের নাম পাওয়া গেছে। তদন্তাধীন মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদিকে রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- নাজিফ ফোয়াদ (২৪), মো. সিরাজুল আবেদীন শুভ (২৪), মিজানুর রহমান আরসান (২৪), ইব্রাহিম শেখ (২৭) ও তানিজল হক সিফাত (২৪)।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত