নেতিবাচক ঠাট্টা-কৌতুক বর্জনীয়

| আপডেট :  ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০  | প্রকাশিত :  ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০

হজরত আবদুর রহমান ইবনে আবু লাইলা (রহ.) বলেন, আমাদের নবী (সা.)-এর সাহাবিরা এ ঘটনা শুনিয়েছেন যে, তারা কয়েকজন একবার রাসুল (সা.)-এর সঙ্গে যাচ্ছিলেন। এমন সময় তাদের মধ্যে একজন সাহাবির ঘুম এসে গেল। অন্য এক সাহাবি গিয়ে ঠাট্টা হিসেবে তার (বাহন বা ব্যাগের) রশি নিয়ে গেলেন। যখন ঘুমন্ত সাহাবির চোখ খুলল এবং তার রশিটি দেখলেন না তখন তিনি অস্থির হয়ে পড়লেন। তখন রাসুল (সা.) বললেন, কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয় যে, সে কোনো মুসলানকে ভীতসন্ত্রস্ত করে ফেলবে।’ (আবু দাউদ: ৫০০৪)

শিক্ষা

১. ঠাট্টা-কৌতুক করা ইসলামে নিষিদ্ধ নয়। বরং নবীজি ও সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় ঠাট্টা-কৌতুক করেছেন।

২. তবে তিনি কখনো এমন কোনো কৌতুক করেননি, যা মিথ্যা ও অন্যের জন্য মানহানিকর।

৩. সাহাবায়ে কেরামের ক্ষেত্রেও কখনো এমন কোনো কৌতুক করা সমর্থন করেননি।

৪. অন্য মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে যায় এমন ঠাট্টা-কৌতুক থেকে বিরত থাকা। এ ধরনের কাজ বৈধ নয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত