নির্বাচন প্রলম্বিত করা যাবে না : প্রিন্স

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২৪, ১১:০৫  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২৪, ১১:০৫

জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, কোনোভাবেই নির্বাচনকে প্রলম্বিত করা যাবে না। নির্বাচন প্রলম্বিত হলে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য অতিপ্রয়োজনীয় ও জরুরি সংস্কারের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার গঠন করে পরিপূর্ণ সংস্কার ও রাষ্ট্র মেরামত করতে হবে।

রোববার (২৭ অক্টোবর) যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট চত্বরে সংগঠনের উপজেলা ও পৌর শাখা আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক অঙ্গনের চলমান ঘটনাপ্রবাহের দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে এমরান সালেহ প্রিন্স বলেন, বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত বিজয় যাতে নস্যাৎ না হয়, সেদিকে নজর রাখতে হবে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আংশিক বিজয় অর্জন হয়েছে। পরিপূর্ণ বিজয় অর্জনে অতিদ্রুত বহু পথ যেতে হবে। সংস্কার ও নির্বাচনের পথে এমন কিছু করা যাবে না, যাতে হোচট খেয়ে পড়তে হয়। হঠকারিতা পরিহার করে বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, আনন্দ উল্লাস নয়, আর্ত মানবতার সেবায় ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসর্গ করে জাতীয়তাবাদী যুবদল জনসেবায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জাতীয়তাবাদী যুবদলের সাহসী ভূমিকার প্রশংসা করে সকল নেতাকর্মীর প্রতি শুভেচ্ছা জানিয়ে পরিপূর্ণ বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান প্রিন্স।

জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, ড্যাব নেতা ডা. ফয়সাল কাদের শাহ চৌধুরী ইমন, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ রতন, বিএনপি নেতা আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, সদস্য আব্দুল মালেক সোহান প্রমুখ।

এ সময় বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যাপক মোফাজ্জল হোসেন, যুবদল নেতা হুমায়ুন কবির, আবুল কালাম, আব্দুল মোতালেব, সোহেল আল আজাদ, নুরুজ্জামান  হেলাল, জাকির হোসেন, ইমরান জাহিন সুমন, মির্জা রনি, নাহিদ হাসান উজ্জল, মাজহারুল ইসলাম রিপন, সারোয়ার হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান দুলাল, ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসিফ, মির্জা তায়েব, মোহায়মেনুল ইসলাম রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব এর সহযোগিতার ফ্রি মেডিকেল ক্যাম্পে সম্প্রতি বন্যায় রোগাক্রান্তসহ অন্যান্য দেড় সহস্রাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।

এ ছাড়াও এমরান সালেহ প্রিন্স বিকেলে হালুয়াঘাটের চর বাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সদর ও গাজীরভিটা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবিশস্যের বীজ বিতরণ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত