পাকিস্তানের নিজ ঘরে মিলল নারী টিকটকারের মরদেহ, রহস্যজনক আলামত

| আপডেট :  ২৬ জুলাই ২০২৫, ০৪:২৮  | প্রকাশিত :  ২৬ জুলাই ২০২৫, ০৪:২৮

টিকটকার সামিরা রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের ঘোটকির মুমতাজ শাহ মহল্লায় তার বাসভবনে রহস্যজনক পরিস্থিতিতে মৃতদেহটি পাওয়া গেছে। শুক্রবার (২৫ জুলাই) সামাটিভি এ তথ্য জানায়। 

পুলিশের মতে, ২৮ বছর বয়সী ওই তরুণীর মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঘোটকির তালুকা হাসপাতাল পাঠানো হয়েছে। প্রাথমিক প্রমাণ এবং ভুক্তভোগীর পরিবারের বক্তব্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কর্তৃপক্ষ তার প্রাক্তন স্বামী আলি রাজাকে হেফাজতে নিয়েছে।

মৃত্যুর কয়েকদিন আগে সামিরার রেকর্ড করা একটি ভিডিও বার্তা অনলাইনে ভাইরাল হয়। সেখানে তিনি অভিযোগ করেন, তার প্রাক্তন স্বামী তাকে হত্যার হুমকি দিচ্ছে। তিনি বেঁচে থাকার জন্য আকুতি জানান।

সামিরার ভাই সাদ্দাম অভিযোগ করেন, আলি রাজা ও ইমরান নামে পরিচিত আরেকজন সামিরার মৃত্যুর সাথে জড়িত। সামিরার মেয়ে তদন্তকারীদের জানান, উভয় ব্যক্তিই তার মাকে বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছিলেন।

সাদ্দাম আরও অভিযোগ করেন, তার বোনকে তার প্রাক্তন স্বামী বিষ প্রয়োগ করেছিলেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। 

ই-সেকশন পুলিশ নিশ্চিত করেছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও সরকারী প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ জানিয়েছে, এই মামলায় জড়িত থাকার অভিযোগে দুই সন্দেহভাজন আলি রাজা ও আদনান রাজপুতকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) এখনো দায়ের করা হয়নি। তবে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে রহস্য উদঘাটনে এগোনো হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত