সাংবাদিক সিপুর পিতার ইন্তেকাল

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২৪, ০১:৩৩  | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২৪, ০১:৩৩

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল আহসান সিপুর পিতা তালেব উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

গত কয়েকদিন ধরে তালেব উদ্দিন শ্বাসকষ্ট ও উচ্চ ডায়াবেটিস সমস্যা নিয়ে সিপিএইচে ভর্তি ছিলেন। 

তিনি রংপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। 

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২৮ অক্টোবর) সকালে রংপুরের লালবাগ বাজার জামে মসজিদে জানাজা শেষে দর্শনা মোড়ে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জামিউল আহসান সিপুর পিতার মৃত্যুতে ডিআরইউর সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন, ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরামের (পিআইআরএফ) সভাপতি আছাদুজ্জামান, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মর্তুজা হায়দার লিটন ও সাধারণ সম্পাদক ইমরুল কাউছার ইমন, আরডিআরএফ’র সভাপতি আপেল শাহরিয়ার ও সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত