মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

| আপডেট :  ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৬  | প্রকাশিত :  ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৬

কক্সবাজারের কুতুবদিয়ায় মা-মেয়েকে হত্যার ঘটনায় স্বামী নুরুল আবছার নুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (২৬ অক্টোবর) রাতে বোন-ভাগ্নী হত্যার দায়ে নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগরকে এক নম্বর আসামি করে স্ত্রীর বড় ভাই সিরাজউদ্দৌলাহ বাদী হয়ে কুতুবিদয়া থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি দেখানো হয়েছে আরও ৪/৫ জনকে।

সিরাজউদ্দৌলাহ জানান, গত শুক্রবার তার ছোট বোন রুনা আক্তার ও ভাগ্নি ওয়াসিমা নুরে জারিয়া আক্তারকে নিজ বাসভবনে জুমার নামাজের সময় হত্যা করা হয়। ঘটনার পরে তিনি খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। ঘরের বেতরে প্রবেশ করে দেখেন রান্নাঘরের পেছনে ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ভাগ্নি ও তার পাশেই মাথার পেছনে গলা ও ঘাড়ের এক-তৃতীয়াংশ জখম হয়ে রক্তাক্ত অবস্থায় ছোট বোনের মরদেহ পড়ে রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত