অভিবাসনপ্রত্যাশীদের প্রথমবার আলবেনিয়া পাঠাল ইতালি
প্রথমবারের মতো অভিবাসনপ্রত্যাশীদের আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। নৌবাহিনীর একটি জাহাজে করে তাদের পাঠানো হচ্ছে।
সোমবার (১৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নৌবাহিনীর জাহাজে করে অভিবাসনপ্রত্যাশীদের পাঠানোর মাধ্যমে বিতর্কিত এ প্রক্রিয়াটির বাস্তবায়ন শুরু করেছে ইতালি।
ইতালির সরকার অভিবাসনপ্রত্যাশীদের জন্য আলবেনিয়ায় দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এ দেশটি অবৈধ অভিবাসীদের ঠেকাতে তাদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন কোনো দেশে সরিয়ে নিচ্ছে।
সূত্র জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে এরইমধ্যে ভূমধ্যসাগরে ইতালির লামপেদুসা দ্বীপের কাছে থেকে জাহাজটি ছেড়ে গেছে। এসব অভিবাসনপ্রত্যাশীদের সাগর থেকে উদ্ধার করা হয়েছিল। তবে প্রথবারের মতো কতজনকে পাঠানো হয়েছে তা জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, আলবেনিয়ায় পাঠানো অভিবাসনপ্রত্যাশীদের সকলে পুরুষ। তাদের মধ্যে দশজন বাংলাদেশি এবং ছয়জন মিসরীয় রয়েছেন। নিজ দেশে নিরাপদ বলে মনে করা হয় এমন
ইতালি জানিয়েছে, নিরাপদ হিসেবে শ্রেণিবদ্ধ দেশগুলো থেকে বাছাই করা পুরুষদের আলবেনিয়ায় পাঠানো হবে। এ তালিকায় ২১টি দেশ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো বাংলাদেশ, মিসর, আইভরি কোস্ট এবং তিউনেসিয়া। গত বছরে এ চার দেশ থেকে ইতালিতে গেছেন ৫৬ হাজার ৫৮৮ অভিবাসনপ্রত্যাশী।
আলবেনিয়া সরকারের সঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি চুক্তি করেছে ইতালি। চুক্তি অনুসারে অভিবাসনপ্রত্যাশীদের আবেদন যাচাই–বাছাইয়ের প্রক্রিয়াকালে তাদের আলবেনিয়ায় রাখা হবে। দেশটিতে প্রতিবছর নিরাপদ দেশগুলো থেকে আসা সর্বোচ্চ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশীকে পাঠানো যাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত