সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ?

| আপডেট :  ৩০ জুলাই ২০২৫, ০৯:৪৫  | প্রকাশিত :  ৩০ জুলাই ২০২৫, ০৯:৪৫

আবারও বলিউডে জোর গুঞ্জন- মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ! ২০২১ সালের ডিসেম্বর মাসে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই বলিউড নায়িকা। রাজস্থানের রাজকীয় আয়োজন ও কড়া নিরাপত্তায় ঘেরা সেই বিয়ের অনুষ্ঠান আজও ভক্তদের মনে গেঁথে রয়েছে। দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেছে এই দম্পতির দাম্পত্যজীবন। এরই মধ্যে একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা গেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর জল্পনা-কল্পনা চলেছে। খবর : এনডিটিভি

সেই জল্পনায় নতুন করে ঘি ঢেলেছেন ক্যাটরিনা নিজেই। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে- হাতে হাত রেখে হাঁটছেন ভিকি ও ক্যাটরিনা। ভিকির পরনে ছিল সাদা শার্ট ও নীল ডেনিম, আর ক্যাটরিনা পরেছিলেন সাদা রঙের ঢিলেঢালা কো-অর্ড সেট। অনুরাগীদের চোখে সেটাই এখন জল্পনার কেন্দ্রবিন্দু। অনেকেই মন্তব্য করছেন, ঢিলেঢালা পোশাকটি পরে তিনি তার মাতৃত্ব ঢাকার চেষ্টা করছেন! পাশাপাশি দেখা গেছে, গাড়ি থেকে নামার পর কিছুটা ধীরে হাঁটছিলেন ক্যাটরিনা- এমনও দাবি ভক্তদের।

তিন মাস আগেই তাদের একসঙ্গে দেখা গিয়েছিল বন্ধু কারিশমা কোহলির বিয়ের প্রীতিভোজে। সেদিন ক্যাটরিনার হাতে দেখা গিয়েছিল ভিকির নামে অস্থায়ী ট্যাটু, যা নিয়েও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল চর্চা।

প্রসঙ্গত, গত বছরও অম্বানী পরিবারের এক বিয়ের অনুষ্ঠানে ক্যাটরিনার হাঁটাচলা ও পোশাক ঘিরে গুঞ্জন ছড়িয়েছিল, তখনও তাকে অন্তঃসত্ত্বা বলে মনে করেছিলেন অনেকেই।

সম্প্রতি চলচ্চিত্র থেকেও খানিক দূরেই রয়েছেন ক্যাটরিনা। দীর্ঘদিন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। পাপারাজ্জিদের ক্যামেরা থেকেও নিজেকে রেখেছেন আড়ালে। এসব দেখে ভক্তদের ধারণা, হয়তো নিজের শরীর ও মাতৃত্বকালীন সময়কে পুরোপুরি ব্যক্তিগত রাখতেই এত সাবধানতা।

তবে ক্যাটরিনা বা ভিকির পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত