৫ আগস্ট সৃষ্টি না হলে দেশের মানুষ মুক্তি পেত না : ন্যাশনাল ছাত্রমিশন

| আপডেট :  ৩১ জুলাই ২০২৫, ১০:৩২  | প্রকাশিত :  ৩১ জুলাই ২০২৫, ১০:৩২

ন্যাশনাল লেবার পার্টির ছাত্র সংগঠন ন্যাশনাল ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম বলেছেন, ছাত্র সমাজের রক্ত ছাড়া ইতিহাস বদলায় না। রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে এই ছাত্র সমাজ। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

রেজাউল ইসলাম আরও বলেন, ৩৬ জুলাই (৫ আগস্ট) গণঅভ্যুত্থান না হলে হয়তো আগামী ৫০ বছরেও আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হতো না; বাংলাদেশের মানুষও মুক্তি পেত না। তাই জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা আধিপত্যবাদী আগ্রাসনের সহযোগী, যারা দেশের সম্পদ-মর্যাদা ও সার্বভৌমত্ব বিক্রি করে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল, তাদের কোনো ক্ষমা নেই। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, প্রকৃত গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে আমরা বদ্ধপরিকর। জনগণই হবে ক্ষমতার উৎস। 

ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত