সর্বদা ভালো ব্যবহার

| আপডেট :  ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০  | প্রকাশিত :  ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০

হজরত হুজাইফা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা অন্যদের দেখাদেখি কাজ করো না। অর্থাৎ এমন বলো না যে, যদি মানুষ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে তবে আমরাও তাদের সঙ্গে ভালো ব্যবহার করব। বরং তোমরা নিজের এই কথার ওপর দৃঢ় থাকো যে, লোকে যদি ভালো ব্যবহার করে তবে তোমরাও ভালো ব্যবহার করবে। আর যদি খারাপ ব্যবহার করে তবুও তোমরা জুলুম করবে না।’ (তিরমিজি: ২০০৭)

শিক্ষা

১. অন্যদের দেখাদেখি কোনো কাজ না করে কোরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা চাই।

২. কোরআন-হাদিসের শিক্ষা হলো সবার সঙ্গে উত্তম ব্যবহার করা।

৩. কেউ মন্দ ব্যবহার করলে প্রতিশোধ গ্রহণ না করে ধৈর্য ধারণ ও সংশোধনের চেষ্টা করা।

৪. কারও সঙ্গে উত্তম ও ভালো ব্যবহার করতে না পারলে অন্তত তার ওপর জুলুম করা থেকে বিরত থাকা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত