পাকিস্তানে ‘র’ এজেন্ট গ্রেপ্তার
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সন্দেহভাজন এক এজেন্টকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের পুলিশ। গত সপ্তাহে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও বেশ কিছু গোপন নথিসহ তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পাকিস্তানের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরপর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে করা এক মামলায় তাকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম মুহাম্মদ সেলিম।
জানা যায়, গত ৮ অক্টোবর পাকিস্তানের মনিপুর এলাকা থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর এজেন্ট সন্দেহে গ্রেপ্তার করে পাকিস্তানের অপরাধ তদন্তকারী সংস্থা এসআইইউ। তদন্তকারী উচ্চ পদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, সন্ত্রাস দমন অভিযানের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে হ্যান্ড গ্রেনেড, একটি রকেট লঞ্চার, ৯ এমএম পিস্তল সহ বেশ কয়েকটি জাল সার্ভিস কার্ড জব্দ করা হয়।
সন্দেহভাজন ওই ব্যক্তির কাছে একাধিক দেশের পাসপোর্ট এবং একাধিক জাতীয় পরিচয় পত্র রয়েছে। ব্যক্তিগত এসব ডকুমেন্টে একাধিক নাম, পরিচয় ব্যবহার করেছে ‘র’ এর সন্দেহভাজন ওই এজেন্ট। তিনি বেশ কয়েকবার ভিন্ন পরিচয় পত্র এবং পাসপোর্ট নিয়ে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছেন।
তদন্তকারী সংস্থার দাবি, করাচিতে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টিতে ‘র’ এর হয়ে কাজ করছিলেন মুহাম্মদ সেলিম। তিনি গোপনে স্থানীয় সংবেদনশীল তথ্য সংগ্রহের কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে এসআইইউ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত