আরব মুসলিমদের ভোট পেতে মরিয়া ট্রাম্পের নতুন কৌশল

| আপডেট :  ২৯ অক্টোবর ২০২৪, ০৮:৫০  | প্রকাশিত :  ২৯ অক্টোবর ২০২৪, ০৮:৫০

ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ৫ নভেম্বর দেশটিতে নির্বাচন হবে কিন্তু  ইতোমধ্যে কিছু রাজ্যে আগাম ভোটাভুটি শুরু হয়ে গেছে। আসন্ন নির্বাচনে জিততে মরিয়া প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। 

শনিবার বৈচিত্র্যপূর্ণ ভোটারে ভরা মিশিগান গিয়েছিলেন ট্রাম্প। এই রাজ্যে বাঙালি এবং আরব মুসলিমদের আধিপত্য রয়েছে। আর তাই নির্বাচনী মঞ্চে সেই কৌশল কাজে লাগাতে চাইলেন ট্রাম্প। স্থানীয় মুসলিম নেতাদের এদিন স্টেজে তোলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

গাজায় এক বছর ধরে যুদ্ধ চলছে। সম্প্রতি লেবাননেও অভিযান শুরু করে ইসরায়েল। পাশাপাশি ইরানের সঙ্গেও জড়িয়েছে সংঘাত। এমন পরিস্থিতিতে মিশিগানের মুসলিম ভোট, রাজ্যের অনেক হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে। আর তাই রাজ্যের মুসলিম ভোটারদের টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প ও কমলা।

অন্য অনেক রাজ্যের মতো মিশিগানেও আগাম ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যটির সবচেয়ে বড় শহর ডেট্রয়টে এক র‌্যালিতে হাজির হয়ে ট্রাম্প বলেন, তিনি স্থানীয় ইমামদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন। 

সেখানে মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনতে তিনি মুসলিমদের ভোট পাওয়ার যোগ্য বলেও দাবি করেন ট্রাম্প।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত