আমার দেশ পত্রিকা কবে চালু হবে, জানালেন মাহমুদুর রহমান

| আপডেট :  ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৩  | প্রকাশিত :  ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৩

দীর্ঘ ১১ বছর ধরে আমার দেশ পত্রিকা বন্ধ রয়েছে। পত্রিকাটি কবে চালু হবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আমি জানি না এই প্রেস আমি কীভাবে চালু করব, কীভাবে টাকা আসবে। তবে চেষ্টা করব এ বছরের মধ্যেই পত্রিকাটি চালু করার।

মঙ্গলবার (১৫ অক্টোবর) তেজগাঁওয়ে আমার দেশ পত্রিকার বন্ধ থাকা ছাপাখানা খোলা শেষে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, আমার দেশ পত্রিকা চালু করতে সরকারের সহযোগিতা একান্ত কাম্য। কারণ বাংলাদেশ সরকারের কাছ থেকে কিন্তু আমি এটা সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় গ্রহণ করেছি। এটা তাদের নৈতিক ও আইনগত দায়িত্ব।

তিনি বলেন, আমার দেশ পত্রিকার ছাপাখানার বর্তমান অবস্থা দেখলেই বোঝা যায় বিগত সরকারের মিডিয়ার প্রতি কতটা ক্ষোভ ছিল। এখন একটাই চাওয়া, দেশে যেন আর কোনো দানব হাসিনার মতো কেউ না আসে।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়ার পর গত ২৭ সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

তবে কয়েকদিন পরেই জামিনে মুক্তি পান মাহমুদুর রহমান। ৩ অক্টোবর সাজার বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত