ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

| আপডেট :  ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৮  | প্রকাশিত :  ১৫ অক্টোবর ২০২৪, ০১:০৮

ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করতে ইইউ সদস্য দেশেগুলোর প্রতি আহ্বান জানিয়েছে স্পেন। সাহসিক এমন পদক্ষেপর আহ্বান জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদরো সানচেজ।

সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ও লেবাননে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ইসরায়েল। দেশটির অপরাধের লাগাম টেনে ধরতে আগ্রহী আয়ারল্যান্ড ও স্পেন। এ জন্য দেশ দুটির প্রত্যাশা, তেলআবিবের সঙ্গে ইইউর যে মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে, তা বাতিল করা হোক। এ জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের প্রতি আহ্বান জানিয়েছেন সানচেজ। 

আল জাজিরা জানায়, ইসরায়েলের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি নতুন করে পর্যালোচনার জন্য বিগত কয়েক মাস ধরেই ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল স্পেন ও আয়ারল্যান্ড। তথ্য বলছে, ইউরোপিয়ান পার্লামেন্ট ও ইসরায়েলর পার্লামেন্ট নেসেটের মধ্য ২০০০ সালে স্বাক্ষরিত হয়েছিল ইইউ-ইসরায়েল অ্যাসোসিয়েশন অ্যাগ্রিমেন্ট। যার অধীনে ইইউ ব্লকের দেশগুলোয় ইসরায়েলি পণ্য প্রবেশের বিশেষ সুবিধা পেয়ে আসছিল। এবার সেই লাগাম টানার চেষ্টা করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত