হঠাৎ বিসিবি সভাপতি সংবাদ সম্মেলন ডাকায় ব্যাপক আলোচনা

| আপডেট :  ১৫ অক্টোবর ২০২৪, ০১:৫১  | প্রকাশিত :  ১৫ অক্টোবর ২০২৪, ০১:৫১

হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয় মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে কথা বলবেন বিসিবি সভাপতি।  

এতে চাঞ্চলসৃষ্ট হয়েছে মিরপুরের ক্রিকেট পাড়ায়। সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফটের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। 

২৪ ঘণ্টারও কম সময় পর আবারও গণমাধ্যমের সামনে আসায় সৃষ্টি হয়েছে নানান গুঞ্জন। এরই মধ্যে দেশের একটি গণমাধ্যম খবর প্রকাশ করে, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই চাকরিচ্যুত হতে পারেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

কাজেই সব মিলিয়ে ক্রিকেট পাড়ায় বিরাজ করছে চরম উত্তেজনা। এর আগে সর্বশেষ বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমে লঙ্কান কোচ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এরকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারব না…।’

সে সময় তিনি আরও বলেছিলেন, ‘নাহ, রাখব না। এটার জন্য সময় দিতে হবে। এখনও কিন্তু ছয় মাস বাকি আছে মেয়াদের। এখনও তিনটি সিরিজ আছে সামনে, ছয় মাস সময় আছে। আমরা চেষ্টা করছি, ইতিবাচক কিছু তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি যদি কিছু না করি, ফলপ্রসূ কিছু না পেলেও হুট করে সিদ্ধান্ত নিতে পারব না। তবে এটা এখনও আমাদের চিন্তায় আছে, মাথায় আছে এটা। খুব শিগগিরই দেখতে পাবেন, আগের মতোই বলছি…।’

২০২৩ সালে বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেন চন্ডিকা হাথুরুসিংহে। ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে তার। 

ধারণা করা হচ্ছে এবারের মেয়াদ পূর্ণ করার আগে চাকরিচ্যুত হতে পারেন তিনি। চুক্তি অনুযায়ী নির্ধারিতর চেয়ে বেশি ছুটি কাটিয়েছেন হাথুরুসিংহে। এ ছাড়া তার বিরুদ্ধে দলের সিনিয়র ক্রিকেটারদের মধ্রে বিভাজন ও বাজে ব্যবহারের অভিযোগও রয়েছে। 

সব কিছু মিলেয়ে তাকে বিদায় করে নেওয়া ঘোষণা আসতে পারে বলে ধারণা মিরপুরে অবস্থান করা গণমাধ্যম কর্মীদের। এর আগে প্রথম মেয়াদে চুক্তি শেষ না করেই নিজ থেকে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে দেন হাথুরুসিংহে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত