সলিমুল্লাহ মেডিকেলে লাঠি হাতে ঢুকে পড়া সেই যুবক আটক

| আপডেট :  ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৩  | প্রকাশিত :  ২৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৩

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে ঢুকে পড়া যুবায়ের ইলাহিকে আটক করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাকে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে আটক করে স্থানীয় থানা পুলিশ। পরে তাকে ঢাকার কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের দাবি ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন সে।

আটক যুবায়ের ইলাহি (২২) কিশোরগঞ্জ সদরের গাইটাল গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। সে গুরুদয়াল সরকারি কলেজে ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার পর পর যুবায়ের তার দেশের বাড়ি কিশোরগঞ্জ চলে আসে। পরে তাকে কিশোরগঞ্জের গাইটালের বাসা থেকে আটক করা হয়।

আটক যুবায়ের ইলাহির বড় ভাই তৌহিদ ইলাহি জানান, ২০১৬ সাল থেকে যুবায়ের মানসিক ভারসাম্যহীন। তাকে নিয়মিতই চিকিৎসা করানো হচ্ছে। সে পরিবারের কাউকে কিছু না বলে ২৬ অক্টোবর রাতে বাড়ি থেকে চলে যায়। পরে শুনেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্লাস রুমে গিয়ে পাগলামি করেছে। আবার ২৭ তারিখ রাতেই বাড়িতে চলে আসে। পরে সোমবার বিকেলে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করেছে। আমি তার মানসিক সমস্যার কাগজপত্র নিয়ে ঢাকায় যাচ্ছি। 

উল্লেখ্য, গত রোববার (২৭ অক্টোবর) সকালে যুবায়ের ইলাহি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার রুমে হাতে লাঠি ও মাথায় কালো কাপড় পরা অবস্থায় ঢুকে পড়ে। তখন ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও লাঠি হাতে শ্রেণিকক্ষে ঢুকে পড়া যুবায়ের ইলাহিকে মানসিক রোগী বলে জানিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত