ছাত্রদল নেতা হত্যার মামলায় রিমান্ডে বিএনপি নেতার ছেলে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল নেতা সুমন হত্যা মামলায় বিএনপি নেতা অ্যাড. হামিদুল ইসলাম দুলালের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল করিম লিমনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাসেল মাহমুদ তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
লিমন জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিল। তিনি সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. হামিদুল ইসলাম দুলালের ছেলে।
এর আগে শনিবার (২৬ অক্টোবর) রাতে পৌর এলাকার সমাজকল্যাণ মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক মো. শাহিন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা সুমন হত্যা মামলায় লিমনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, গ্রেপ্তার এনামুল করিম লিমন এক সময় ছাত্রদলের নেতা ছিলেন। পরে তিনি ছাত্রলীগে যোগ দেন এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্ব পালন করেন। তার বাবা হামিদুল ইসলাম দুলাল সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত হয় ছাত্রদল নেতা সুমন। এ ঘটনায় নিহতের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে ১৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এনামুল করিম লিমন ওই মামলার এজাহারভুক্ত আসামি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত