পাকিস্তানে গ্রেপ্তার মানবাধিকার কর্মী ইমান মাজারি ও তার স্বামী রিমান্ডে
পাকিস্তানের মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান মাজারি এবং তার স্বামী আবদুল হাদিকে সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশটির সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে যে, ইমান মাজারি পুলিশের বিরুদ্ধে চিৎকার ও হুমকি দেন এবং তার স্বামী একজন পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণ করেন। প্রসিকিউটর রাজা নাভিদ আদালতে আসামিদের ৩০ দিনের রিমান্ডের আবেদন করে উল্লেখ করে যে, তারা আন্তর্জাতিক দলের নিরাপত্তাকে হুমকি সৃষ্টি করেছেন। আদালত পরে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মানবাধিকার কর্মী ইমানের মা, সাবেক মন্ত্রী শিরিন মাজারি এই গ্রেপ্তারকে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ বলে অভিহিত করেছেন। পাশাপাশি, পাকিস্তানের মানবাধিকার কমিশনও (এইচআরসিপি) এ ঘটনায় নিন্দা জানিয়েছে এবং মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপের প্রতি উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনা মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে, বিশেষ করে পাকিস্তানে আইনশৃঙ্খলা এবং মানবাধিকারের সুরক্ষা নিয়ে।
এর আগে সোমবার (২৮ অক্টোবর) ইসলামাবাদের আবপাড়া থানায় করা মামলায় ইসলামাবাদ পুলিশ এই দম্পতিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময় নিরাপত্তা ঝুঁকি তৈরি করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
একটি নির্দিষ্ট রুটের ওপর যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে ইমান ও তার স্বামী ট্রাফিক পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, তারা নিরাপত্তা ব্যারিয়ার সরাতে চেষ্টা করেন এবং এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত