গুম কমিশনে অভিযোগ করলেন ব্যারিস্টার আরমান

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২৪, ০৫:১০  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২৪, ০৫:১০

‘আয়নাঘর’ থেকে মুক্ত হওয়া জামায়াতের প্রয়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম (আরমান) গুম হওয়ার অভিযোগ দায়ের করেছেন। তিনি ৮ বছর আয়না ঘরে বন্দী ছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) তার পক্ষে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন।

এর আগে ৫ আগস্ট সরকার পতনের পরদিন ৬ আগস্ট ব্যারিস্টার আরমানের ফিরে আসার খবর পাওয়া যায়। ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে ভারি অস্ত্র হাতে বাসায় হানা দিয়েছিল।

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস-এর ১১ নং সেকশনের ৭ নম্বর রোডের ৫৩৪ নম্বর বাড়ির দোতালায় থাকতেন তিনি। এই বাসা থেকেই দুই শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত