বায়ান্নর গল্পে বর্ণা

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২৪, ০২:৩৭  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২৪, ০২:৩৭

মডেল ও অভিনেত্রী তামান্না হক বর্ণা। নাটক-ওয়েব সিরিজে কাজ করে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন তিনি। এ ছাড়া ভয়েস আর্টিস্ট হিসেবেও খ্যাতি রয়েছে তার। এবার প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিনেমায় অভিনয় করেছেন তিনি। নাম ‘অনলি দ্য রেস্ট ইজ হিস্ট্রি’। এটি নির্মাণ করেছেন শুভ পল।

স্বল্পদৈর্ঘ্যটি ২০২১-২২ সালে সরকারি অনুদান পায়। এরপর ২০২৩-এর শুরুতে এর শুটিং শুরু হয়। এখন শুটিং প্রায় শেষের দিকে। আর মাত্র এক দিনের শুটিং বাকি আছে।

স্বল্পদৈর্ঘ্যে অভিনয় নিয়ে তামান্না হক বর্ণা কালবেলাকে বলেন, ‘আমরা অনেকটা সময় নিয়ে কাজটি করেছি। গত বছর শীতে এর শুটিং শুরু হয়। এখনো এক দিনের শুটিং বাকি আছে। দেরি হওয়ার কারণ, কাজটি আমরা সবাই খুব অনেক যত্ন নিয়ে করছি। যাতে করে কোনো ভুল না থাকে। এর গল্প আমাদের ঐতিহাসিক ৫২ আন্দোলনকে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে। তাই খুব সচেতনতার সঙ্গে নির্মাতা ও আমরা কাজটা করেছি, যা স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশের পরই দর্শক বুঝতে পারবেন।’

স্বল্পদৈর্ঘ্যে বর্ণা ‘বীথি’ চরিত্রে অভিনয় করেছেন। গল্প অনুযায়ী গোটা স্বল্পদৈর্ঘ্য সাদা-কালোতে ৫২-তে যেমন ৪ বাই ৩ ফ্রেমে শুট করা হতো, তেমনই করা হয়েছে।

এ সময় কাজের অভিজ্ঞতা নিয়ে বর্ণা বলেন, ‘এই প্রথম আমি ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করলাম। তাতে আমার তেমন আনন্দ লাগছে না, আনন্দ লাগছে এমন একটি গল্প এবং এমন একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে। আমাদের টিমটা খুব বড় নয়। তবে আমরা যারা কাজ করেছি, সবাই পরিবারের মতো করে একজন আরেকজনের জন্য এগিয়ে এসেছি। সবাই যার যার স্থান থেকে নিজেদের সেরাটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাই এ কাজের মাধ্যমে আমরা পরিবার হয়ে উঠেছি, এটা আমার কাছে দুর্দান্ত এক অভিজ্ঞতা। এ ছাড়া আমার

মঞ্চে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এরপর অধিকার আদায়ে যে কোনো আন্দোলনে আমি সক্রিয়ভাবে রাজপথে ছিলাম। এবার এমনই এক গল্পে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তাই আমি খুবই আনন্দিত। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।’

তিনি আরও জানান, এ দেশে ১৯৭১ নিয়ে অনেক কাজ হয়েছে। কিন্তু ৫২ নিয়ে খুব একটা কাজ নেই। যার জন্যই এমন একটি গল্প নির্বাচন করা।

স্বল্পদৈর্ঘ্যটি ২০২৫ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি দেশের দর্শকদের জন্য প্রিমিয়ারের পরিকল্পনা রয়েছে। এরপর দেশ ও বিদেশের ভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি পাঠানো হবে বলেও জানান এ অভিনেত্রী। স্বল্পদৈর্ঘ্যটির গল্প লিখেছেন সেলিনা হোসেন।

তামান্না হক বর্ণা ছাড়া এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, দীপা খন্দকার, সোহেল মণ্ডল ও সাফওয়ান মাহমুদ।

বর্ণা এর আগে ওটিটিতে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কাইজার’ ও ‘কন্ট্রাক্ট’-এ কাজ করেছেন। নাটকেও অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত