বড় পর্দায় ‘মির্জাপুর দ্য ফিল্ম’
ভারতীয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’। ২০১৮ সালে এর প্রথম সিজন মুক্তি পায়। এরপর ২০২০ সালে আসে দ্বিতীয় সিজন। চলতি বছরের জুলাই মাসে মুক্তি পেয়েছিল এর তৃতীয় সিজন। প্রতিটি সিজনই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার সিনেমা হিসেবে বড় পর্দায় আসবে ‘মির্জাপুর’। নাম ‘মির্জাপুর দ্য ফিল্ম’। খবর: লাইভ ইন্ডিয়া।
‘মির্জাপুর’ ভারতের অন্যতম সফল ও জনপ্রিয় সিরিজ। যার জন্য ‘মির্জাপুর’ নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনার শেষ নেই। এবার সিনেমা আকারে মুক্তির খবর প্রকাশ হওয়ার পর দর্শকের উন্মাদনা আরও বেড়ে গেছে।
‘মির্জাপুর দ্য ফিল্ম’ সিনেমাতেও কালিন ভাইয়ার চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি। বদল হচ্ছে না অন্য দুই প্রধান চরিত্রেও। ‘মুন্না’ দিব্যেন্দু শর্মা ও ‘গুড্ডু পণ্ডিত’ চরিত্রে আলি ফজলকে দেখা যাবে।
গত সোমবার প্রকাশ্যে এসেছে আসন্ন সিনেমাটির টিজার। যেখানে একই সঙ্গে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু শর্মাদের।
জানা গেছে, ২০২৬ সালে মুক্তি পাবে ‘মির্জাপুর দ্য ফিল্ম’ সিনেমাটি। মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে বড় পর্দায় ‘মির্জাপুর’ যে সবাইকে ছাপিয়ে যাবে সেই আভাস এখনই পাওয়া গেছে।
মির্জাপুর সিরিজের মতো মির্জাপুর: দ্য ফিল্মও পরিচালনা করবেন গুরমিত সিং। প্রযোজনার দায়িত্বে আছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। চিত্রনাট্য লিখবেন পুনিত কৃষ্ণা। আগামী বছর শুরু হবে মির্জাপুর সিনেমার শুটিং।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত