বরিশালে ‘রক অ্যান্ড রোর’ কনসার্ট
প্রকৃতিতে শুরু হয়েছে ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত, এরপর আসবে শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। যে বার্তা পেয়েই দেশের ব্যান্ড সংগীতে লেগেছে আনন্দের ছোঁয়া। তাইতো নভেম্বর সামনে রেখে আয়োজকরা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আয়োজন করছেন কনসার্টের।
সাধারণত নভেম্বরে ঢাকার বাইরে শীত পড়ে যায়। আর এ সময়টি ব্যান্ড সংগীতের শ্রোতাদের জন্য কনসার্টের মৌসুম হিসেবে ধরা হয়।
সে ধারাবাহিকতায় বরিশালে ‘রক অ্যান্ড রোর’ শিরোনামে দেশের জনপ্রিয় ১০টি ব্যান্ড নিয়ে কনসার্টের আয়োজন করা হচ্ছে।
রক অ্যান্ড রোর কনসার্টের আয়োজক সৈয়দ নাহিদ কালবেলাকে বলেন, ‘আমাদের কনসার্টের প্রধান উদ্দেশ্য হলো বাংলা ব্যান্ড মিউজিককে জেলা ও বিভাগীয় শহরে নিয়ে যাওয়া।
সেখানের শ্রোতাদের ভালো ভালো কনসার্ট উপহার দেওয়া। কারণ ব্যান্ডের কনসার্টগুলো এখন ঢাকাকেন্দ্রিক হয়ে গেছে। তবে ব্যান্ড মিউজিকের বড় একটি অংশের শ্রোতা ঢাকার বাইরে বিভিন্ন জেলায় রয়েছে। এর জন্য আমরা প্ল্যানিং করেছি, দেশের সব বিভাগে ভালো একটি লাইনআপ নিয়ে কনসার্ট উপহার দেওয়ার।
এ ছাড়া নতুন ব্যান্ডগুলোর পারফর্ম করার সুযোগ করে দেওয়া।
যারা লোকালে অনেক ভালো মিউজিক করছে; কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছে না, তাদের একটা প্ল্যাটফর্মে নিয়ে পারফর্মের সুযোগ করে দেওয়া। এ উদ্দেশ্যে এবার আমরা বরিশালে কনসার্ট করছি।
এরপর আরও কিছু জেলায় করব। এরই মধ্যে বরিশালের কনসার্ট নিয়ে ভালো সাড়া পাচ্ছি। এ কনসার্টে ১০টি ব্যান্ড পারফর্ম করবে। ৭ ব্যান্ডের নাম ঘোষণা করা হয়েছে। দুটি সারপ্রাইজ রেখেছি শ্রোতাদের জন্য।’
এ সময় কনসার্টের টিকিট মূল্য নিয়ে নাহিদ আরও জানান, এখনো টিকিট মূল্য নির্ধারণ করা হয়নি।
তবে অবশ্যই শ্রোতাদের আয়ত্তের ভেতরে রাখা হবে।
কনসার্টে যারা পারফর্ম করবে: অ্যাশেজ, বাগধারা, ফানুশ, সরলপুর, নক্ষত্র বাংলাদেশ, ফ্লেইম, মেটাল ইরর এবং আরও দুটি সারপ্রাইজ ব্যান্ড।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত