জাবিতে শিবিরের আত্মপ্রকাশে বামপন্থি সংগঠনের প্রতিবাদ মিছিল

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৪৩  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২৪, ০৩:৪৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আত্মপ্রকাশের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বেশ কয়েকটি বামপন্থি সংগঠন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা সংলগ্ন সড়ক থেকে মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে তারা ‘হাসিনা আর নিজামী গণহত্যার আসামি, লীগ গেছে যে পথে শিবির যাবে সেই পথে, এক দুই তিন চার, ছাত্রশিবির ক্যাম্পাস ছাড়’- ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নূর-এ তামিমের সঞ্চালনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সোহাগী সামিয়া বলেন, ২০২৪ সালে দাঁড়িয়ে আপনি সেই সংগঠনের আদর্শকে ধারণ করে এখানে রাজনীতি করতে আসছেন,  ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে দাঁড়িয়েছিল, স্বাধীন বাংলাদেশে সেসব সংগঠন রাজনীতি করার অধিকার রাখে না। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে দাঁড়িয়ে কোনোভাবেই একটি ছাত্রসংগঠন ধর্ম নিয়ে রাজনীতি করতে পারবে না।

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ফাইজা মেহজাবিন বলেন, ‘শেখ হাসিনার সরকারের হাতে যেমন ২৪ এর ছাত্র-জনতাকে খুনের দাগ রয়েছে, তেমনি ’৭১-এর গণহত্যার রক্তের দাগও জামায়াত-শিবিরের হাতে লেগে রয়েছে। এই গণহত্যার দায় তারা অস্বীকার করতে পারে না। আশির দশকেও ছাত্রশিবির একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিকৃষ্টতম কার্যক্রম চালিয়েছে। এখন আবারও তারা পুনর্বাসিত হওয়ার দুঃসাহস দেখাচ্ছে। আমরা বারবার সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রতিহত করে এসেছি। যার ফলশ্রুতিতে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রশিবিরকেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত