মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে ঘোষণা করতে না দেওয়ায় মামলা 

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৪৯  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৪৯

সিলেটের বিশ্বনাথে বাবার মৃত্যুর সংবাদ মসজিদের মাইকে প্রচার করতে না দেওয়ায় মামলা করেছেন ভুক্তভোগী এক পরিবার। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত চান মিয়ার ছেলে সাজ্জাদুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের নুরুল হকসহ ১৩ জনকে অভিযুক্ত করা হয়।  

জানা গেছে, গত ১২ অক্টোবর সকাল সোয়া ৭টায় মারা যান খাজাঞ্চি ইউনিয়নের তেঘরি গ্রামের মো. চান মিয়া। তার মৃত্যুর পর গ্রামের মসজিদে মৃত্যুর সংবাদ ও জানাজার নামাজের সময় এলাকাবাসীকে জানাতে চাইলে গ্রামের নুরুল হকসহ কয়েকজন মাইক ব্যবহার করতে দেননি। এমনকি মসজিদের ইমামকেও জানাজার নামাজে আসতে দেয়নি তারা।

মামলার বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি রুবেল মিয়া কালবেলাকে বলেন, মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত