চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনেও প্রোটিয়া দাপট, চাপে বাংলাদেশ

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২৪, ০৬:০৬  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২৪, ০৬:০৬

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ চলছে। চট্টগ্রামে অনুষ্ঠিত এই টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটিও ছিল পুরোপুরি দক্ষিণ আফ্রিকার।

বুধবার (৩০ অক্টোবর) প্রথম ইনিংসে ৫৭৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানোর পর মাত্র ৯ ওভারের মধ্যেই চারটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে পাঠায় প্রোটিয়ারা। দিন শেষে ২য় দিনের খেলা শেষ হয় আলো কম থাকায়, যা বলতে গেলে সাময়িক স্বস্তি এনে দেয় বাংলাদেশি ব্যাটারদের জন্য।

তবে দ্বিতীয় দিনের শুরুটা ভালো ছিল বাংলাদেশের জন্য। দলের স্পিনার তাইজুল ইসলাম দুর্দান্ত পারফর্ম করে দ্রুত চারটি উইকেট নেন এবং বাংলাদেশকে খানিকটা স্বস্তি এনে দেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটার উইয়ান মুল্ডার ও সিনারান মুতুসামি তাদের ১৪৪ রানের জুটি গড়ে বাংলাদেশের বোলারদের বিপর্যস্ত করে। মুল্ডারের সেঞ্চুরির পর অধিনায়ক মার্করাম ইনিংস ঘোষণা করেন।

দিনের শেষের দিকে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশি ব্যাটাররা। প্রথমে শাদমান ইসলামের আউটের মাধ্যমে শুরু হয় বিপর্যয়, যিনি লেগ সাইডে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর, জাকির হাসান অফ স্টাম্পের বাইরে আলগা শটে ক্যাচ দেন রাবাদার হাতে। হাসান জয়ও একটি বাহিরের বলে খেলতে গিয়ে আউট হন। নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে আসেন হাসান মাহমুদ, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি এবং মহারাজের বলে বোল্ড হন।

১৫ ওভার খেলা বাকি থাকলেও আলো কমে যাওয়ায় ম্যাচ বন্ধ করা হয়। তৃতীয় দিনে খেলাটি ১৫ মিনিট আগে শুরু হবে, অর্থাৎ সকাল ৯:৪৫ টায় খেলা শুরু হবে। বাংলাদেশ কি এই চাপ থেকে ঘুরে দাঁড়াতে পারবে? তৃতীয় দিনের লড়াইয়ে চোখ এখন ক্রিকেট ভক্তদের।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত