ঢাকার ফুটপাত নিয়ে নতুন চিন্তার কথা বললেন স্থানীয় সরকার উপদেষ্টা
রাজধানীর ফুটপাত সংস্কারের নতুন কিছু উদ্ভাবন বা চিন্তা করতে ঢাকার সিটি করপোরেশনের প্রকৌশলীদের প্রতি নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হানিফ মিলনায়তনে নির্দেশনামূলক বৈঠকে তিনি এ কথা বলেন।
চার সিটি করপোরেশনের নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার উপদেষ্টা। চার সিটি করপোরেশনের মধ্যে রয়েছে ঢাকা উত্তর, দক্ষিণ, নারায়গঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন।
উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, রাস্তার পাশের ফুটপাতগুলো মেরামত জরুরি। আমাদের ঢাকা শহরে ব্লক বা টাইলস দিয়ে ফুটপাত তৈরি করা হয়। কিছু দিন পরে সেই টাইলসের নিচের মাটি বা বালু সরে যায়। তখন সেই ফুটপাতের বিভিন্ন জায়গা দিয়ে আর চলাচল করা যায় না। দিনের পর ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে, ফলে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, ঢাকায় আরেকভাবে ফুটপাত করা হয় তা ঢালাইয়ের মাধ্যমে। মাঝে মাঝে ইউলিটি সার্ভিস প্রদানের জন্য এসব ফুটপাত আবার খুঁড়ে ফেলতে হয়। এর ফলে সিটি করপোরেশন বা সরকারের নতুন করে ফুটপাত সংস্কারের বরাদ্দ দিতে হয়। এই কারণে সরকারের টাকা অপচয় হচ্ছে। এজন্য ফুটপাত সংস্কারে সিটি করপোরেশনের প্রকৌশলীরা নতুন কিছু চিন্তা করেন। যা দিয়ে এসব সমস্যার সমাধান করা যায় এবং উন্নয়নটা যেন দীর্ঘমেয়াদি হয়।
এর আগে বৈঠকে এই চার সিটি করপোরেশনের সংশ্লিষ্টরা বিভিন্ন বিষয়ে তাদের কাজ করার নানান চ্যালেঞ্জ, সমস্যা, কর্মপদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন।
বৈঠকে চার সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত