নামের মিল থাকায় বিব্রত আকিজ বেকার্স, অবশেষে বিবৃতি

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩৩  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩৩

সম্প্রতি ‘আকিজ বেকারিতে তেলাপোকা, ৪ লাখ টাকা জরিমানা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশতি হয়েছে। উল্লেখ্য, রাজধানীর মগবাজারে অবস্থতি ‘আকিজ বেকারি’ আদ-দ্বীন হাসপাতালের একটি অঙ্গপ্রতিষ্ঠান যা আদ-দ্বীন হাসপাতালের প্রাঙ্গণে অবস্থতি। আকিজ বেকারি তাদের পণ্য হাসপাতালের রোগীদের জন্য ম্যানুয়ালি প্রস্তুত করে এবং প্রতিদিনের উদ্বৃত্ত পণ্য তারা বাজারে বিক্রি করে থাকে।

বলা বাহুল্য, ‘আকিজ বেকার্স লিমিটেড’-এর সাথে ‘আকিজ বেকারির কোনো/ প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই এবং দুটি ভিন্ন প্রতিষ্ঠান। ‘আকিজ বেকার্স লিমিটেড’-এর ফ্যাক্টরি টঙ্গীর শলিমুনে অবস্থিত। তাদের সকল পণ্য অত্যাধুনকি ইউরোপিয়ান মেশিনে সম্পূর্ণ হাতের সংস্পর্শ ছাড়া প্রস্তুত করা হয়। ‘আকিজ বেকার্স লিমিটেড’ স্বাস্থ্যকর ও মান-সম্পন্ন পরিবেশে ২০২০ সালের ডিসম্বর থেকে অত্যন্ত সুনামের সাথে তাদের পণ্য বাজারজাতকরণ এবং ভোক্তাদের সন্তুষ্টি অর্জন করে আসছে।

মগবাজারস্থ দৃষ্টি আকর্ষণ করে বলা যাচ্ছে, ‘আকিজ বেকার্স লিমিটেড’- এর সাথে আকিজ বেকারিকে মিলিয়ে কেউ নিজে বিভ্রান্ত হবেন না এবং অন্যদের মাঝেও বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত