শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে গুমের মামলা

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৫৩  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৫৩

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের নেতা ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ ২৪ জনের নামে গুমের মামলা হয়েছে। একই মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০ জনকে।

বুধবার (৩০ অক্টোবর) সৈয়দ মাহমুদুল হাসান নামে এক বিএনপি কর্মী দুই দফায় গুম হওয়ার অভিযোগ তুলে রাজধানীর শাহজাহানপুর থানায় ওই মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল ইসলাম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত