ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন দু-একদিনের মধ্যে : প্রেস সচিব

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২৪, ০৮:১৮  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২৪, ০৮:১৮

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটি বা অনুসন্ধান কমিটি বিষয়ে আগামী দুএকদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে সরকার।

শনিবার (৩০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সার্চ কমিটির প্রজ্ঞাপন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, দুএকদিনের মধ্যে প্রজ্ঞাপন হবে। এরপর আপনারা এ বিষয়ে জানতে পারবেন।

ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে কমিটির সদস্য হিসেবে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে মনোনীত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের এ দুজন বিচারপতির নাম সুপারিশ করার পর ওইদিনই তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায় সুপ্রিম কোর্ট প্রশাসন।

আইন অনুযায়ী ছয় সদস্যের সার্চ কমিটিতে দুই বিচারপতির সঙ্গে থাকছেন রাষ্ট্রপতি মনোনীত দুই বিশিষ্ট নাগরিক। তারা হলেন- পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুননেসা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সি আর আবরার। এ ছাড়া পদাধিকারবলে অন্য দুই সদস্য হলেন- সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।

পদ শূন্য হওয়ার দুই মাস পর ইসি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদে যোগ্য ব্যক্তির নাম খুঁজতে সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করবে সরকার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত