পরিচালক পদও হারালেন পাপন

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৯  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ এক ডজন পরিচালক। পর পর তিন বোর্ড সভায় না থাকায় তাদের সরিয়ে দিয়েছে বিসিবির বর্তমান কমিটি। এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৫.২ ধারা মোট ১২ জন পরিচালকের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে পদত্যাগ করেছেন নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও এনায়েত হোসেন সিরাজ।

এ ছাড়াও মিটিংয়ে না থাকায় বাদ পড়েছেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির উদ্দিন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুরুল আলম, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত