সাফ শিরোপা জয়ে নারী খেলোয়াড়দের অভিনন্দন প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের জন্য বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এটা আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন।’
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে বাংলার বাঘিনীরা।
নারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি তোমাদের নিয়ে গর্বিত। গোটা জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেই সব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।’
উল্লেখ্য, একই ভেন্যুতে ২০২২ সালে ৩-১ ব্যবধানে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও সেই নেপালকে হারিয়ে একই ট্রফি ধরে রাখল দলটি, যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের জন্য এক অনন্য কীর্তি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত